লক্ষ্য

১. প্রতিষ্ঠান সম্পূর্ণ সরকারি করা।

২.পশ্চিম পার্শ্বে ১৫ তলা বিশিষ্ট (৪৬’x১৮’) একাডেমিক ভবন নির্মাণ।

৩. দক্ষিণ পার্শ্বে সুবৃহৎ প্রবেশদ্বার নির্মাণ।

৪. পর্যায়ক্রমে অত্র প্রতিষ্ঠানে স্মাতক ও স্মাতকোত্তর প্রোগ্রাম চালুকরণ ।

৫. আলাদা প্রশাসনিক ভবন নির্মাণ।

৬. শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ভবন নির্মাণ।

৭. ইংলিশ ভার্সন চালুকরণ।

৮. সকল শ্রেণিকক্ষ শীতাতপকরণ।

৯.  উচ্চমাধ্যমিকে কারিগরি শাখা চালুকরণ।

১০. অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ।

১১. ইনডোর ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ।

১২. শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থা চালুকরণ।

১৩. শিক্ষার্থীদের সাইকেল পার্কিং এর জন্য শেড নির্মাণ করা।

১৪. ছাত্রী হোস্টেল চালু করা।

১৫. বৃহৎ ক্যান্টিন নির্মাণ করা।

১৬. মসজিদ নির্মাণ করা।

১৭. শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যায়ামাগার নির্মাণ।

১৮. লাইব্রেরি আধুনিকীকরণ।

১৯. প্রত্যেক ক্লাবের জন্য আলাদা কক্ষ নির্ধারণ।

২০. প্রত্যেক বিভাগের জন্য আলাদা কক্ষ নির্ধারণ।

২১. প্রত্যেক শ্রেণিকক্ষে আধুনিক ডিজিটাল বোর্ড স্থাপন।

২২.প্রতিষ্ঠানের সকলের জন্য (শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী) ডিজিটাল আইডি কার্ডের ব্যবস্থা গ্রহণ।

২৩. শিক্ষক/কর্মচারীদের জন্য কল্যাণ তহবিল চালুকরণ।

২৪. পহেলা বৈশাখ উদ্যাপনের জন্য বটতলায় স্থায়ী মঞ্চ নির্মাণ।

২৫. আইসিটি ভবন নির্মাণ।