ইতিহাস

শিক্ষা হলো একটি পদ্ধতিগত ও জীবনব্যাপী প্রক্রিয়া। জাতিকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করার অন্যতম মাধ্যম হলো শিক্ষা প্রতিষ্ঠান। একটি জাতির আত্মোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতির ভবিষ্যৎ, সুনাগরিক তৈরির স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে শিক্ষার আলো বিকশিত করে যাচ্ছে  নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজ। এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন উত্তরা মডেল টাউন, ঢাকায় অবস্থিত । ১৯৬৩ সালের ৮এপ্রিল নওয়াব স্যার সলিমুল্লাহ্ ছেলে নওয়াব হাবিবুল্লাহ্ নামানুসারে নওয়াব হাবিবুল্লাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানটি  একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নওয়াব হাবিবুল্লাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় নামে যাত্রা শুরু করে । পরবর্তীতে এটিকে একটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে উন্নীত করা হয় । প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি হাজার হাজার শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছে । ২০০১ সালে প্রতিষ্ঠানটি এক নতুন জগতে প্রবেশ করে যখন গ্রুপ ক্যাপ্টেন (অব:) আইয়ুব আলী পিএসসি অত্র প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন । তার যথার্থ দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি এক নতুন জীবন লাভ করে । অল্পদিনের মধ্যেই প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন সূচিত হয় । পরবর্তী চার বছরের মধ্যে ক্যাম্পাসে একটি সুদৃশ্য পাঁচতলা ও একটি চারতলা ভবন নির্মাণ করা হয় । ইতোমধ্যেই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ জনাব মোঃ শাহিনুর মিয়া  ২০০৪ সালে নওয়াব হাবিবুল্লাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে  প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন । অত্র প্রতিষ্ঠানে তার যোগদানের পর প্রতিষ্ঠানে নতুন গতি সঞ্চারিত হয় । প্রধান শিক্ষক জনাব মোঃ শাহিনুর মিয়া ও ম্যানেজিং কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন (অব:) আইয়ুব আলী পিএসসি এবং কমিটির অন্যান্য সদস্যগণের  যৌথ প্রচেষ্টায় অতি শীঘ্রই প্রতিষ্ঠানটি ঢাকা মহানগরীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয় । প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর সংখ্যাও  দিন দিন বৃদ্ধি পেতে থাকে ।

যুগের চাহিদার প্রেক্ষিতে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে অত্র প্রতিষ্ঠানে কলেজ শাখা চালু করা হয় এবং একই সাথে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে  নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজ হিসেবে নামকরণ করা হয় । তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট সাহারা খাতুন বরাবরই অত্র প্রতিষ্ঠানে তার সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন । অত্র প্রতিষ্ঠানে কলেজ শাখা চালু করার পর প্রথম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা ২০১১ সালের এইচএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ ৫ প্রাপ্তিসহ শতভাগ সাফল্য অর্জন করে । ঢাকা ১৮ আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান তখন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ছিলেন । তিনি অত্র প্রতিষ্ঠানের উন্নয়নে যথেষ্ট অবদান রাখেন । এখানে উল্লেখ্য যে, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান অত্র প্রতিষ্ঠানের গর্বিত একজন প্রাক্তন ছাত্র ।

এছাড়া, এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও গুণীজন জনাব এডভোকেট মো: আবু হানিফ এপ্রিল, ২০১২ সাল থেকে জানুয়ারি, ২০২১ সাল পর্যন্ত পরপর চারবার নিয়মিত গভর্নিং বডির সভাপতি হিসেবে এবং একবার এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়েও প্রতিষ্ঠানে প্রভূত উন্নয়ন সাধিত হয়।

২০১৩ সালের এইচএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করে । একই বছর, ১০ জন পরীক্ষার্থী ট্যালেন্টপুল সহ সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে । উক্ত পরীক্ষায় নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একজন পরীক্ষার্থী ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে । অত্র প্রতিষ্ঠানের প্রাথমিক,মাধ্যমিক ও কারিগরি শাখার ফলাফলও অত্যন্ত গৌরবজনক ।  ২০০৭ সালের এসএসসি পরীক্ষায় নওয়াব হাবিবুল্লাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ১২তম  হওয়ার গৌরব অর্জন করে ।  যুগের চাহিদার প্রেক্ষিতে ২০২১ শিক্ষাবর্ষ থেকে নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজে প্রাথমিক শাখায় ইংলিশ ভার্সন চালু করা হয় । পর্যায়ক্রমে উচ্চতর শ্রেণিতেও ইংলিশ ভার্সন চালু করার পরিকল্পনা রয়েছে ।

লেখাপড়ার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন  সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উপরও পর্যাপ্ত গুরুত্বারোপ  করা হয়ে থাকে । একাডেমিক সাফল্যের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীতেও  কৃতিত্বের রেকর্ড রয়েছে । অত্র প্রতিষ্ঠানের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শাখা এমপিওভুক্ত । প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দুই শিফটে তথা প্রভাতী ও দিবা শিফটে পরিচালিত হয়।

অন্যান্য অবকাঠামোর মধ্যে প্রতিষ্ঠানে (১৪০’X৩৬’)=৫০৪০ বর্গফুট আকারের একটি পাঁচতলা, (৯৮’X৩২’)=৩১৩৬ বর্গফুট আকারের একটি ছয়তলা ভবন রয়েছে । এছাড়া সরকারি অর্থায়নে (১১২’X৩৬’)=৪০২৬ বর্গফুট আকারের আরো একটি ভবনের নির্মাণ কাজ সমাপ্তি হয়েছে । প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিকক্ষে রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর । এছাড়া, শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিটি শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে । অত্র কলেজে চারটি আধুনিক বিজ্ঞানাগার ও একটি কম্পিউটার ল্যাবরেটরি রয়েছে ।

প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ শাহিনুর মিয়া একজন সৃজনশীল শিক্ষাবিদ এবং দক্ষ প্রশাসক । এছাড়া, প্রতিষ্ঠানের সুযোগ্য সভাপতি জনাব জনাব মতিউল হক মতি একজন প্রথিতযশা  শিক্ষাবিদ । প্রতিষ্ঠানের সভাপতি ও গভর্নিং বডির সদস্যদেরকে সাথে নিয়ে সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ শাহিনুর মিয়া প্রতিষ্ঠানকে ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।