একটি দেশের উন্নতি সাধনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষা অর্জন ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না । যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততবেশি উন্নত। শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে। মানুষ গড়ার চারণভূমি হল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করা আমি মহৎ কাজ বলে মনে করি। উত্তরার প্রাচীন ও ঐতিহ্যবাহী নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ কলেজের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০০(পাঁচ হাজার) শিক্ষার্থী ও ২০০(দুইশত) শিক্ষক/কর্মচারীর উন্নতি সাধন করা আমার প্রধান লক্ষ্য। এ প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধির জন্য আমি সর্বদা সুযোগ্য অধ্যক্ষ মো: শাহিনুর মিয়া কে সহযোগিতা করে যাচ্ছি। বর্তমানে প্রতিষ্ঠানের উন্নয়ন সবার চোখে পড়ার মতো। আমি আশা করি এ প্রতিষ্ঠানটি উত্তরার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে ইনশাল্লাহ।
সর্বশেষে এ প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক, কর্মচারীর, শিক্ষার্থী ও অভিভাবকের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশায় –
রোটারিয়ান মতিউর রহমান
সভাপতি
নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজ।
Vice Principle's Message
Govt. City College, Chittagong is a leading educational institution in Chittagong has a remarkable contribution in education and culture. Today’s world is the world of information technology. In the critical period of development and prosperity we can not lag behind. From this philosophy, the idea of website of the college has come to the stage. The website has been designed to update the students, teachers, guardians and any information seekers about the activities and background of this institution. The website also displays the information regarding admission, result of different examination and the news of different examination and programs of the college. Some remarkable features like blog, online admission and result system have been added to the website. I wish this unique initiative will add a new dimension in the success story of the college.